পাকিস্তানের মহিলা, বিয়ে করে ৪৫ বছর ধরে চন্দননগরে! গ্রেফতার করল পুলিশ

কলকাতা- পাকিস্তান থেকে এসে ৪৫ বছর ধরে ভারতের চন্দননগরে! আর শেষরক্ষে হল না। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ভারতে ঘুরতে। আর ফিরে যাননি পাকিস্তানে। বিয়ে করে গত ৪৫ বছর ধরে থাকছিলেন চন্দননগরে। শনিবার চন্দননগর কুঠিরমাঠ এলাকা থেকে ফতেমা বিবি নামে পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে বেড়াতে এসেছিলেন ফতেমা। পরবর্তী সময়ে ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এতদিন ধরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন। নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে ভারতে আসার এক বছর পর থেকেই।

চন্দননগর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ একটি অভিযোগ দায়ের করে চন্দননগর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন ফতেমা বিবিকে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। এদিন তাঁকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয়। চলতি মাসের আগামী ১৬ তারিখ পুনরায় শুনানির দিন ধার্য্য হয়েছে।

ফতেমার বাড়ির লোকের দাবি, হুগলির নালিকুলে ছিল ফতেমার আদি বাড়ি। সেখানেই তাঁর জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে গিয়েছিলেন ফতেমার বাবা। সেখান থেকেই পুনরায় ভারতে আসেন ১৯৮০ সালে। বর্তমানে ষাট বছর বয়স হয়ে গেছে ফতেমার। নানা ধরনের ওষুধ খেতে হয় তাঁকে। ডাক্তার দেখানো হয়েছে। হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। পরিবারের দাবি, অবিলম্বে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। ফতেমার আধার, ভোটার কার্ড রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *