IPL – এর বিস্ময় বালক! ১৪ বছরের ক্রিকেটার বৈভবকে দেখে অবাক প্রধানমন্ত্রী

কলকাতা – মাত্র ১৪ বছর বয়স তাঁর। এই বয়সেই খেলছেন আইপিএলে। শুধু তাই নয়, এর মধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন। বাইশ গজে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন। তবে রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে আরএন পাননি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররাও। এমনকী এই ‘বিস্ময় বালকে’র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

মোদি বলেন, “আমরা সকলেই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।”

গোটা বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই। ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করেছে বিহারের এই ক্রিকেটার। প্রধানমন্ত্রী আরও বলেন, “যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।”

সামনেই বিহার ভোট। ওয়াকিবহাল মহলের ধারণা, নির্বাচনের আগে ‘বিহারের ছেলে’ বৈভবকে নিয়ে মোদির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। রবিবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈভবের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাটনা যেতে না পারায় প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *