কলকাতা – অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানালেন, কীভাবে পাকিস্তানের ভেতরে একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস করছে ভারত।
অপারেশন সিঁদুর যে শুধুমাত্র নাম নয়, সেকথাও তুলে ধরলেন মোদি। জানালেন অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, স্থগিত রাখা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী জানান, ‘স্ত্রী, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। এই ঘটনার পরে জঙ্গিরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে!’
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে ধর্ম পরিচয় জেনে গুলি চালানো হয়। মহিলা ও শিশুদের ছেড়ে দিয়ে মূলত পুরুষদেরই হত্যা করা হয়। বহু মহিলা তাঁদের স্বামীকে হারান।
এই হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি শিবির মিসাইল হানায় তছনছ করে দেওয়া হয়। মৃত্যু হয় অন্তত ১০০ জঙ্গির। জইশ ই মহম্মদ, লস্কর এ তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। লস্কর নেতা হাফিজ সৈয়দের পুরো পরিবার এই জঙ্গি হামলায় প্রাণ হারায়। মারা যায় আব্দুল রউফের মতো জঙ্গি।