এবার নজরে প্রাথমিকে নিয়োগ! ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু ২৮ এপ্রিল

কলকাতা- প্রাথমিকে নিযুক্ত ৩২ হাজার শিক্ষকের চাকরি খারিজ মামলাযর শুনানি শুরু হবে ২৮ এপ্রিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চে সোমবার মামলাকারীদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয়। এর প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চ জানিয়েছে ২৮ এপ্রিল শুনানি শুরু হবে।

হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার নিয়োগকে ‘বেআইনি’ চিহ্নিত করেছিলেন। পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি সেন। তিনি সরে যাওয়ায় এই মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানেই ২৮ এপ্রিল শুরু হবে শুনানি। এই মামলার শুনানি নিয়ে গত বুধবার বিচারপতি চক্রবর্তী জানিয়েছিলেন, মামলার বাকি সব পক্ষকে নোটিস দিতে হবে। সব পক্ষকেই এজলাসে হাজির হয়ে শুনানির দিন ঠিক করার আবেদন জানাতে হবে।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নিয়োগ সংক্রান্ত মামলারই শুনানি শুরু হবে ২৮ এপ্রিল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *