কলকাতা- মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে বড় ঘোষণা বিজেপির। ২৯ মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আসার খবর সংবাদমাধ্যমের সামনে জানালেন সাংসদ মনোজ টিগ্গা।
‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বঙ্গ সফর। রাজ্যের একাধিক জায়গায় যাওয়ার পাশাপাশি তিনি আসবেন আলিপুরদুয়ারেও। এদিকে প্রধামমন্ত্রীর আসার খবর দলের কাছে পৌঁছতেই এদিন সকালে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যান সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্যরা। ঘুরে দেখেন প্যারেড গ্রাউন্ড। এখানেই সভা করবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য শুনতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, তাই সবটা আগেভাগে দেখে নিলেন সাংসদ ও বিধায়কেরা।
উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে মাদারিহাটে এসেছিলেন নরেন্দ্র মোদি। দীর্ঘ নয় বছর পর প্রধানমন্ত্রীর আসার খবরে নিঃসন্দেহে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। গত বেশ কয়েকটি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায়, উত্তরবঙ্গে দাপটের সঙ্গে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করেছে মোদি ব্রিগেড। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নির্বাচনে গোটা উত্তরবঙ্গ জুড়ে নিজেদের ফলাফল ধরে রাখতে আগেভাগেই নজর দিয়েছে বিজেপি তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তরবঙ্গে খারাপ ফলের পরও যেভাবে মুখ্যমন্ত্রী বারাবার এসে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে উত্তরের মানুষের মন ছোঁয়ার চেষ্টা করেন তেমনি বিধানসভার আগে একই পন্থা নিয়েছে গেরুয়া শিবির।