কলকাতা- সকাল থেকে আকাশের মুখ ভার। আগামী সাতদিন বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘনঘটা। একটানা তাণ্ডব চালাবে কালবৈশাখী। কয়েকটি জেলায় হবে ভারী বৃষ্টিও। কমবে তাপমাত্রার পারদ। মে মাসের মাঝামাঝি বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আজ থেকে একটানা সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী চারদিন দক্ষিণবঙ্গ জুড়ে জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ওদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় জারি হলুদ সর্তকতা।