কলকাতা – হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আগামী কয়েকদিন রাজ্যের জেলায় জেলায় মুখ ভার থাকবে আকাশের। জায়গায় জায়গায় তুমুল ঝড়, বৃষ্টি, কালবৈশাখী দাপট দেখাবে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একটানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২২ মে পর্যন্ত, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা।
দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিনে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী চারদিন জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী দু’ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার কোনও হেরফের না হলেও, তার পরের দিন গুলিতে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা কমতে পারে দু-তিন ডিগ্রি পর্যন্ত।