রাজস্থানের সীমান্ত সিল! যুদ্ধের সম্ভাবনা বাড়ছে! পাকিস্তানের শেলিং-এ বিধ্বস্ত সীমান্তবর্তী গ্রাম, মানুষ

কলকাতা- ভারত-পাক উত্তেজনার আবহ। রাজস্থান, পঞ্জাবে হাই অ্যালার্ট জারি। অপারেশন সিঁদুরের পর সীমান্তের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সীমান্তের কাছে অ্যান্টি-ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। পুলিশেরও ছুটি বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল।

পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে রাজস্থানের। সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। কাঁটাতারের ওপার থেকে হামলার আশঙ্কায় পদক্ষেপ। পশ্চিমাঞ্চলের আকাশে যুদ্ধবিমান টহল দেওয়ার কারণে যোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল ৯ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমান গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত টহল দিচ্ছে।

বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সলমীর এবং বারমের জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করেছে প্রশাসন। সীমান্তে উত্তেজনার কারণে সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *