কলকাতা-বিরল রোগে আক্রান্ত ছিল সে। তার বাবা-মা বুঝতে পারছিলেন না, কী করবেন! কারণ মেয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা জোগাড় করা তাঁদের পক্ষে ছিল অসম্ভব! রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন। প্রথম কিস্তিতে ৯ কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইঞ্জেকশন।
অনেকদিন ধরে টাকা জমানোর কাজ চলছিল। সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ৬০ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হল অস্মিকার পরিবারের হাতে। তাদের হাতে চেক তুলে দেন মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, প্রথম কিস্তিতে ৯ কোটি টাকা জমা দিলে ইঞ্জেকশনটা পাওয়া যাবে। আজ ৬০ লক্ষ টাকা পাওয়ায় সেই ৯ কোটি টাকা সম্পূর্ণ হল।
ছোট্ট অস্মিকার বাবা-মায়ের আশা, সমস্ত কাগজপত্র জমা দেওয়ার কাজ শেষ করে ১৫ দিনের মধ্যে মেয়ে ইঞ্জেকশন পাবে। যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।