কলকাতা- দেশের সীমান্তে ভারতীয় সেনা এখন তৎপর, পাকিস্তান সেনাকে সবক শেখাতে। পহেলগাওঁ ঘটনার পরই ভারতের অপারেশন সিঁদুর – পাকিস্তানের ঘাঁটি গুঁড়িয়ে দিল। দেশের মানুষ ভারতীয় সেনার পাশে। তাঁরা প্রার্থনা করছেন ভারতীয় জওয়ানদের সুরক্ষিত থাকার। তাঁরা প্রার্থনা করছে যেন, ভারতীয় সেনা সুস্থমত এই বিজয় পায়। এদিকে, দেশের নাগরিক হিসেবে একেকজন মানুষ একেকটি সিদ্ধান্ত নিচ্ছে। শুধু তাই নয়, তাঁরা নিজেদের কাজ এর পরোয়া না করে, দেশের জন্য বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এক নিমেষেই। ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের যে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন – তাতে বাহ বাহ করতেই হয়। শ্রেয়া ঘোষাল এবার বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনিও দেশের এবং দশের জন্য ভাবছেন। শ্রেয়া একটি পোস্ট শেয়ার করেছেন।
শ্রেয়ার পোস্টে লেখা- আমার অত্যন্ত প্রিয় ফ্যানেরা, আজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আগামীকাল আমার যে হোম কামিং কনসার্ট, মুম্বাইয়ে হওয়ার কথা ছিল, সেটা আর হচ্ছে না। কারণ, আমাদের দেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে এই অনুষ্ঠান করা সম্ভব না। এই কনসার্ট আমার কাছে গোটা বিশ্বের একটা সুন্দর মুহূর্তের মত। আমার ইচ্ছে ছিল, আপনাদের সকলের সঙ্গে পাওয়ারফুল সন্ধ্যে কাটানোর। কিন্তু, আমি ভারতীয় হিসেবে খুব দুঃখিত। আমি আমার ভারতের সঙ্গে এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। কথা দিচ্ছি, এটা ক্যানসেল হবে না। কিছু সময়ের জন্য শুধু পোস্টপন করছি আমরা। এরপর যখন আমরা এক হবো, আরও শক্ত থাকব আমরা।
তিনি জানিয়ে দেন, আগামীতে এই কনসার্ট করা হবে। এবং টিকিট নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখানেই শেষ না। শ্রেয়া, সোজা জানান – আমি আশা করব আপনারা ভাল আছেন। এবং আমাদের অবস্থা বুঝবেন। সকলে এক অপরের খেয়াল রাখবেন।