কলকাতা- সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগেই ক্লিন বোল্ড শুভমন গিল। টসের সময় গুজরাট টাইটান্সের অধিনায়ককে একটি প্রশ্ন করেন ড্যানি মরিসন। ‘তোমাকে দেখতে ভাল লাগছে। বিয়ের ঘণ্টা বাজছে? শীঘ্র বিয়ে করছো? প্রশ্ন শুনে স্ট্যাম্পড শুভমন গিল। লজ্জা পেয়ে যান। এককথায় উত্তর, ‘না।’ এরসঙ্গে আরও যোগ করেন, ‘সেরকম কিছু না।’ সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ঘটনা পছন্দ করেনি।
কেকেআর দলে ফেরানো হয় রহমতুল্লা গুরবাজ এবং মঈন আলিকে। টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান অজিঙ্ক রাহানে। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জেতে গুজরাট। সমসংখ্যক ম্যাচে তিনটেতে জিতে সাত নম্বরে রয়েছে কেকেআর। হেড টু হেডে এগিয়ে গুজরাট। এদিন কুইন্টন ডি কক এবং আনরিচ নোখিয়ার জায়গায় সুযোগ পান রহমানুল্লা গুরবাজ এবং মঈন আলি। প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তোলে গুজরাট। ওপেনিং জুটিতেই শতরান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গিল। ৯০ রানে আউট হন গুজরাটের অধিনায়ক। কেকেআর ম্যাচ হারে ৩৯ রানে।