বাংলাতেই আছে পাকিস্তানি কলোনি! চেনেন? এবার উঠল এলাকার নাম বদলের দাবি

কলকাতা – পহেলগাঁও ঘটনার পর থেকে যুদ্ধের আবহ। অনেকের প্রশ্ন, ভারত-পাকিস্তানের মধ্যে কি সত্যি যুদ্ধ হবে! ভারত চুপচাপ তৈরি হচ্ছে পড়শি দেশকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য।

ইতিমধ্যেই পাকিস্তানকে কূটনৈতিকভাবে বয়কট করেছে ভারত। এমন আবহে এবার নাম বদলের দাবি উঠল শিলিগুড়িতে।

শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত মোড়ের নাম পাকিস্তান মোড়। কলোনির নাম পাকিস্তান কলোনি। এলাকার বাসিন্দারাই নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, খাতায় কলমে এই এলাকার নাম বিশ্বাস পাড়া। তার থেকে তিনশো মিটার এগোলেই একটা মোড়। তার নাম পাকিস্তান মোড়। ভারত-পাক যুদ্ধের আবহে এবার এই এলাকার নামবদলের ডাক দিচ্ছেন বাসিন্দারা।

পুলিশের খাতাতে পাকিস্তান মোড় মদ, গাঁজা, ড্রাগসের কারবারের জন্য কুখ্যাত। এলাকায় কাউকে জিজ্ঞাসা এই কথা তারা একবাক্যে স্বীকার করেন।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, আজ এলাকায় জাতীয় পতাকা লাগিয়ে ভারতমাতার পুজো হবে। আজ থেকে এলাকার নাম দেওয়া হবে ভারত মাতা মোড়। এ নিয়ে বিডিওকেও স্মারক লিপি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *