কলকাতা- পর্যটকদের রক্তে রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক। পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় এবার নিরাপত্তা সংস্থার তরফে ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে আনা হল। প্রত্যক্ষদর্শী এবং জখমদের সঙ্গে কথা বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্কেচ আঁকা হয়েছে। জানা গিয়েছে, ওই তিন জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা সকলেই লস্করের ছায়া গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
৫-৬ জন জঙ্গি কুর্তা-পাজামা পরে গতকাল হাজির হয় সেখানে। তাদের হাতে ছিল একে-৪৭। সেই বন্দুকের গুলিতে প্রাণ হারান পর্যটকরা। মনে করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে পাক জঙ্গিরাও ছিল। তারা কয়েকদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে গোয়েন্দা সূত্রের দাবি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। স্থানীয় সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল পুলিশ ও সেনার পোশাক পরে। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। জখম পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে। এদিন স্কুল, কলেজ, দোকানপাট, বাজার সমস্ত বন্ধ রয়েছে সেখানে। ইতিমধ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।