কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলার পালটা জবাব ‘অপারেশন সিঁদুর’। ভারতের সশস্ত্র বাহিনীর এই অপারেশনের সাফল্য নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গর্জে উঠলেন সন্ত্রাসবাদ নিয়ে। নিজের ফেসবুক পেজে সৌরভ লেখেন, ‘এমন নক্কারজনক সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি।’
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। এই ঘটনার পর মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনারা। ভারতের এই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি। এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং অবিচল। সন্ত্রাসবাদকে আর সহ্য করা যাবে না এবং সহ্য করাও হবে না। আমাদের একতা সব থেকে শক্তিশালী।’