‘নোটিফিকেশনের ঘোষণা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা’, বলছেন চাকরিহারারা

কলকাতা: ‘নোটিফিকেশনের ঘোষণা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা’। এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রাথমিক প্রক্রিয়ায় এমনটাই জানালেন চাকরিহারারা। ‘কোর্টও আমাদের প্রতি ন্যায়বিচার করেনি, সরকারও করল না’, বললেন চাকরিহারারা।

এসএসসি মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ৩১ মে’র মধ্যে নোটিফিকেশন জারির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তাঁরা না চাইলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। কিন্তু পাশাপাশি রিভিউ পিটিশন নিয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দরবার করবে। অর্থাৎ এদিন দুটি পথই খোলা রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষা দেব না বললে হবে না। তাহলে চাকরি থাকবে না। এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ।’ মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই হতাশ চাকরিহারারা।

তাঁরা বলেন, ‘দুর্নীতি এড়িয়ে যাওয়ার মানসিকতা এদিন দেখতে পেলাম। রিভিউয়ে লড়তে হবে এবং চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারের যোগ্যদের বাঁচানোর আরও জায়গা ছিল। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ফের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া অসম্ভব। বিজ্ঞপ্তি জারির আগে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয় সে জন্য আগেও আমরা আবেদন করেছিলাম।’ তাঁদের কথায়, ‘একাধিক প্রশ্ন রয়েছে। যেমন ওবিসি মামলা এখনও আদালতে বিচারাধীন। সেক্ষেত্রে ওবিসিদের জন্য আলাদা কোনও ছাড় আদৌ দেওয়া হবে কি না।’ সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তাঁদের চাকরি দেওয়ার ব্যবস্থা করার কথাও এদিন শোনা যায় চাকরিহারাদের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *