কলকাতা – উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে যাঁদের বিরুদ্ধে, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। শুক্রবার ‘অযোগ্য’ চাকরিহারাদের আর্জি খারিজ করে একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। পরীক্ষায় বসতে পারবেন না এই শিক্ষকরা। পাবেন না বেতনও।
গত ৩ এপ্রিল এসএসসি-র (SSC) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ জন। শীর্ষ আদালত জানিয়েছিল, কমিশনকে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। নিয়োগপ্রক্রিয়া হবে নতুনভাবে। যাঁরা ‘দাগি’ বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না।
মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্ট ‘দাগি’ হিসাবে যাঁদের চিহ্নিত করেছিল, তাঁদের মধ্যে মূলত তিন ধরনের চাকরিপ্রাপক রয়েছেন। যাঁরা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, যাঁরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এই তিন ধরনের চাকরিপ্রাপকের তালিকায় নেই তাঁর মক্কেলরা।