
সাজঘরের খবর ফাঁস করার অপরাধ? হেড কোচ গম্ভীরের দুই সহযোগীকে তাড়িয়ে দিল বোর্ড! আট মাসের মধ্যে নগদবিদায়
অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ ব্যবধানে সিরিজ় হেরেছে ভারত। আরও কড়া বোর্ড। ছেঁটে ফেলা হয়েছে গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়েরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে।