পহেলগাঁও জঙ্গি হামলার জের! এবার সম্পর্কচ্ছেদ বাংলাদেশের সঙ্গে! ওপার বাংলায় যাবে না টিম ইন্ডিয়া

কলকাতা- পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর একাধিক পদক্ষেপ ভারতের। সেই জঙ্গি হামলার প্রভাব পড়তে চলেছে উপমহাদেশের ক্রিকেটেও। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে। এই কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশে টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজেও।

অগাস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের। পহেলগাঁও হামলার ঘটনার আগে বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার সবুজ সংকেত দিয়েছিল বিসিসিআই। বাংলাদেশ সফরে ৩টি ওয়ান ডে ও সম সংখ্যক টি-২০ ম্যাচের ২টি সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে টিম নাও পাঠাতে পারে বোর্ড। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই সিরিজ বাতিল হতে পারে বলে খবর।

বিসিসিআই সূত্রে খবর, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা অগাস্টে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রবল সম্ভাবনা রয়েছে যে, ভারত ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে যাবে না। শুধু বাংলাদেশ সফরই নয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।

এবছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পাকিস্তান যোগ্যতা অর্জন করায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় দল হয়তো টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *