‘আত্মসমর্পণ কর’, জঙ্গি ছেলেকে শেষ ফোন কলে বলেছিল মা! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কলকাতা – ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের শতাধিক জঙ্গিকে খম করেছে ভারত। তবে এখনও পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি জড়িত জঙ্গিদের ধরতে পারেনি সেনা।

এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় এখন লাগাতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এই আবহে গত কয়েকদিনে লস্কর, জইশ-ই-মহম্মদের ৬ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। পুলওয়ামা, শোপিয়ান ও সংলগ্ন জেলাগুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/terrorist?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#terrorist</a> killed in <a href=”https://twitter.com/hashtag/Tral?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Tral</a> <a href=”https://twitter.com/hashtag/Encounter?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Encounter</a> was seen talking to his mother before the encounter <a href=”https://twitter.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#BREAKING</a> <a href=”https://twitter.com/hashtag/Encounter?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Encounter</a> <a href=”https://twitter.com/hashtag/terrorists?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#terrorists</a> <a href=”https://twitter.com/hashtag/Nadar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Nadar</a> <a href=”https://twitter.com/hashtag/Tral?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Tral</a> <a href=”https://twitter.com/hashtag/pulwama?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#pulwama</a> <a href=”https://twitter.com/hashtag/SouthKashmir?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#SouthKashmir</a> <a href=”https://twitter.com/hashtag/IndianArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#IndianArmy</a> <a href=”https://twitter.com/hashtag/Pakistan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Pakistan</a> <a href=”https://twitter.com/hashtag/PulwamaAttack?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#PulwamaAttack</a> <a href=”https://twitter.com/hashtag/Pulwama?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Pulwama</a> <br><br>Aamir Nazir Wani Aamir&#39;s mother is telling him to surrender but Aamir… <a href=”https://t.co/a58CwlyrNw”>https://t.co/a58CwlyrNw</a> <a href=”https://t.co/zrbilW8BZ2″>pic.twitter.com/zrbilW8BZ2</a></p>&mdash; Indian Observer (@ag_Journalist) <a href=”https://twitter.com/ag_Journalist/status/1922956660391411793?ref_src=twsrc%5Etfw”>May 15, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

বৃহস্পতিবার ভারতীয় সেনার হামলায় নিহত জইশ-ই-মহম্মদের এক জঙ্গির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সেই জঙ্গি তার মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছে, সেই সময় তার মা তাকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করছেন।

জানা গিয়েছে, ভাইরাল সেই ভিডিয়োটা নাজির ওয়ানি নামক এক জঙ্গির। এনকাউন্টারের ঠিক আগে মায়ের সঙ্গে নাজিরকে কথা বলতে দেখা যায় সেই ভিডিয়োতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়ো কলের সময় নাজিরের হাতে একটি একে-৪৭ রাইফেলও ছিল।

ভিডিওতে সেই জঙ্গির মা বলছেন, ‘আত্মসমর্পণ কর।’ এ সময় সন্ত্রাসী তার মাকে জবাব দেয়, ‘আর্মি আসতে দাও, তারপর আমি দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *