কলকাতা- আবার টার্গেট তাজ হোটেল! মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। সেই হুমকি মেইল ঘিরে শোরগোল। মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকি মেইল মুম্বই বিমানবন্দর পুলিশের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হয়েছে। এমনকী, তাজমহল প্যালেস হোটেলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে মুম্বই পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
হুমকি মেইলে সন্ত্রাসী আফজল গুরু এবং সাইবাবু শংকরের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। মুম্বইয়ের দুটি হাই প্রোফাইল জায়গায় হামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নিরাপত্তা সংস্থাগুলিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে চলছে তল্লাশি অভিযান চলছে। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ আনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০১ সালে সংসদ ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলার অন্যতম মাথা ছিল আফজল গুরু। ২০১৩ সালে ফাঁসি হয় তার।