কলকাতা – টানা তিনদিন বেসরকারি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত। ২২,২৩ ও ২৪ মে বাসের চাকা বন্ধ থাকবে। বড় ঘোষণা সাত সংগঠনের।
বাস মালিকদের একজন বলেছেন, আমরা ২২-২৩-২৪ মে ৭২ ঘণ্টার জন্য পরিষেবা তুলে নিতে বাধ্য হচ্ছি। যদি কোনও সুস্থ সমাধান না হয়, তবে যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। সাতটি মঞ্চ মিলে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মিনিবাস কো অর্ডিনেশন কমিটির তরফে বলা হয়েছে, আমরা বুঝতে পারছি না না গাড়িগুলো নিয়ে কী করব। পুলিশ ক্রিমিনাল হয়ে গিয়েছে। গাড়ির স্টাফদের মারছে। আমরা ব্যবসা করব কী করে! আমরাও তো আপনার ভোটার। আমাদের সংসার কী করে চলবে? দু বছর নিঃশ্বাস নেওয়ার সময় দিন।
এক বাস মালিক সংগঠনের নেতার দাবি, মালিকরা কোভিড পরিস্থিতিতে গাড়ি চালাতে পারেননি। ১৫ বছরের সীমা বেঁধে দিয়েছে সরকার। কিন্তু ২ বছর তো গাড়িই চালাতে পারিনি। ২ বছর বাড়িয়ে দিন বার বার বলেছি আমরা। পুলিশ যেখানে সেখানে কেস করছে। মালিকরা গাড়ি চালাবে কী করে!