কলকাতা- পহেলগাঁওয়ে জঙ্গিদের নির্বিচার গুলিতে মৃতদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন। গতকালই জানা গিয়েছিল, দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান দাশগুপ্ত ও পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের কথা। বুধবার আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, তিনি বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন সমীর। তবে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে।
তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে ছবি তুলছিলেন তাঁরা। তারপর চেয়ার বসে কিছু খাচ্ছিলেন। ঠিক তখনই গুলির আওয়াজ পান। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের সামনে চলে আসে জঙ্গিরা। তারপরই গুলি চালায়।
অন্যদিকে, পুরুলিয়ার ঝালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা মণীশ রঞ্জনকেও তাঁর স্ত্রী ও সন্তানদের সামনে খুন করে জঙ্গিরা। তিনি ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন।