কলকাতা-নিয়োগ দুর্নীতি-কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। হাজিরাও দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির কাছে। প্রয়াত সেই তৃণমূল বিধায়ক তাপস সাহা। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ নাগাদ মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, বুধবার হঠাৎই নিজের বাসভবনে অসুস্থতা বোধ করেন তাপসবাবু। চিকিৎসার জন্য স্থানীয় মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তখনই জানা যায় তাপসবাবু ব্রেনস্ট্রোকে আক্রান্ত। এরপরেই তড়িঘড়ি তাকে স্থানান্তর করা হয় অন্যত্র। এরপর তৃণমূল বিধায়ককে নিয়ে আসা হয় কলকাতার বেসরকারি একটি নার্সিংহোমে। এরপর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।
তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল সে সময়ে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। তল্লাশির পর সিবিআই বাড়ি থেকে বেরিয়ে গেলে লোকজনকে ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি।