কলকাতা- জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আজ। আর মন্দিরের উদ্বোধনের দিন নিরামিষ থাকতে চায় দিঘা। বুধবার দিঘায় আগত পর্যটক এবং স্থানীয় মানুষদের নিরামিষ অন্নগ্রহণের আবেদন জানিয়েছেন সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন।
অন্যদিকে, পর্যটকদের ভিড় নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে হোটেল অ্যাসোসিয়েশনের গলাতেও। বুধবার মন্দির উদ্বোধন উপলক্ষ্যে একাধিক ভিভিআইপি রয়েছেন দিঘায়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকতনগরী। যানবাহনও নিয়ন্ত্রণ করা হয়েছে। যার জেরে কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে দিঘা। এতেই হোটেল অ্যাসোসিয়েশনের আক্ষেপ যেমনটা প্রচার হচ্ছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।
আজ সমস্ত হোটেল, রেস্তোরাঁ, ফুটপাথের দোকান – সমস্ত জায়গায় নিরামিষ খেতে হবে। গতকাল সন্ধ্যায় মাইকে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনে তাদের এই সিদ্ধান্তের কথা মাইকিং করেছে।