কলকাতা- আবার বঞ্চনার শিকার বাংলা। আইপিএল ফাইনাল ইডেন থেকে সরানো হল কেন! সরব রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ম্যাচ সরানোর পেছনে আইন শৃঙ্খলার সমস্যা সংক্রান্ত যে বক্তব্য ছিল, তা সম্পূর্ণ মিথ্যা এবং রটনা বলে দাবি ক্রীড়ামন্ত্রী ও পুলিশ কমিশনারের।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অরূপ বিশ্বাস বলেন, ইডেনের থেকে ভাল স্টেডিয়াম আর দেশে নেই। বৃষ্টি হলেও আধঘণ্টা-৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করা যায় এখানে। যা ভারতে আর কোথাও হয় না। রাজনৈতিক কারণে আইপিএল ফাইনাল কলকাতা থেকে সরিয়ে আহমেদাবাদে করা হল। আবহাওয়া একটা অজুহাত। আহমেদাবাদ ছাড়া আর কোথাও ফাইনাল হবে না, এটা যেন নির্ধারিত হয়ে গিয়েছে। গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
অরূপ বিশ্বাস আরও বলেন, ”সুকান্ত মজুমদার বলছেন নিরাপত্তার কারণে ম্যাচ সরানো হয়েছে। বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল আবার বলছে আবহাওয়ার কারণে ম্যাচ ইডেন থেকে সরে যাচ্ছে। এগুলো স্রেফ অজুহাত। বাংলাকে ভাতে মারো, এটাই উদ্দেশ্য।”
পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, কোনওভাবেই কোনওদিন ইডেনে আইনশৃঙ্খলা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কোথাও কেউ আইন-শৃঙ্খলা নিয়ে এখনও পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। আইনশৃঙ্খলা এখানে সাতটা ম্যাচে ভালভাবে হয়েছে। এর আগের ইতিহাস বলছে, কলকাতায় ভালভাবে ম্যাচ হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়, অন্য কোন উদ্দেশ্য আছে।