‘কোনও আক্ষেপ নেই’, দেশদ্রোহী ইউটিউবার জ্যোতিকে জেরা করে তাজ্জব তদন্তকারীরা

কলকাতা- দেশের সঙ্গে বেইমানি! দেশদ্রোহী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগ তাঁর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করেছেন দিনের পর দিন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যেও তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা যাচ্ছে, জেরায় শান্তভাবেই তদন্তকারীদের জ্যোতি জানিয়েছেন, তিনি যা করেছেন, তা তাঁর চোখে ভুল কিছু নয়। জেরায় জ্যোতি তদন্তকারীদের জানিয়েছেন, ‘কোনও আক্ষেপ নেই!’ এমনকী তিন পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। এই বিষয়টি জ্যোতি নিজেই স্বীকার করেছেন। নিজের দেশের গোপন ও সংবেদনশীল তথ্য প্রতিবেশী রাষ্ট্রকে পাচার করায়, কোনও ভুল পদক্ষেপ তিনি করেননি বলেই মত জ্যোতির।

তদন্তকারীরা জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে সময় ব্ল্যাক আউট এবং সীমান্তবর্তী একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা ছিল না, তখনও পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন জ্যোতি। পহেলগাঁও জঙ্গি হামলার তিন মাস আগেই পহেলগাঁওয়ে গিয়েছিলেন জ্যোতি। কেন তিনি সেখানে গিয়েছিলেন, জঙ্গিদের তথ্য পাচার করেছিলেন কি না, হামলায় তাঁর কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, পাকিস্তানে তিনবার গিয়েছিলেন জ্যোতি। চিনে একবার। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *