কলকাতা- আইপিএলে প্লে অফের লড়াইয়ে টিকে রইল কেকেআর। তবে খারাপ খবরও একটা রয়েছে কেকেআর সমর্থকদের জন্য। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কেকেআর প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে। যদিও জয়ের আনন্দের মাঝে কিছুটা হলেও তিতকুটে স্বাদ। রবিবার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে নাইট অধিনায়কের চোট কেকেআর শিবিরকে চিন্তায় রাখল।
দিল্লির ইনিংসের ১১তম ওভারে কভারে দাঁড়িয়ে অজিঙ্ক রাহানে চোট পান। ফাফ ডু প্লেসিসের একটি শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। আঙুল ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন ফিজিও। চোটের পরিস্থিতি বুঝে তিনি রাহানেকে উঠে যেতে বলেন। বাকি সময়টা নাইটদের নেতৃত্ব দেন সুনীল নারিন।
প্রশ্ন উঠছে, আইপিএলের বাকি ম্যাচে কি খেলতে পারবেন রাহানে? জানা গিয়েছে, তাঁর চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। ম্যাচের পর কেকেআর স্পিনার অনুকূল রায় ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেন, “চোট দেখে তো খুব একটা গুরুতর মনে হচ্ছে না। সেরে উঠতে হয়তো দু-তিনদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন। কিন্তু আপাতত ও ঠিকই আছে। কয়েকটা সেলাইও পড়েছে। যদিও তা সামলে নেওয়া সম্ভব।”
রাহানে বলছেন, “চোট গুরুতর নয়। আমি ঠিক আছি। আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠব।” বিশেরাহানে চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন নাইট অধিনায়ক।