ড্রোন টক্করে পেরে উঠছে না পাকিস্তান! ভারতের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক শহিদ

কলকাতা- ভারতের চার বিমানঘাঁটিকে টার্গেট করছে পাকিস্তান। পালটা পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করল ভারত। ড্রোন টক্করে ভারতের সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান। গুজরাটে ৬টি ড্রোন ধ্বংস করার খবর পাওয়া গিয়েছে। পাঠানকোট এয়ারবেসে পাক ড্রোন হামলা রুখে দিয়েছে ভারত। বারমের, উধমপুরে পাক ড্রোন নামিয়েছে ভারত। অমৃতসর, ফিরোজপুর, জলন্ধরে পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি,ড্রোন, লঞ্চ প্যাড ধ্বংস করার খবর পাওয়া গিয়েছে।

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। বিদেশমন্ত্রক, সেনার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে রাত ১টা ৪০ মিনিট নাগাদ হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ছোড়া হয় মিসাইল, দাবি কর্নেল সোফিয়ার। তবে তা প্রতিহত করেছে ভারত। ভারতীয় সেনা এবং সরকারের তরফে এও জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান।

পাকিস্তানের অধিকাংশ হামলা ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাটিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাইস্পিড মিসাইল ছোড়া হয়েছে। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। তবে ভারতের জোরালো প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *