কলকাতা – সত্যি কি বেজে গেল যুদ্ধের দামামা! পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেই আবহেই দেশের বেশ কয়েকটি রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
৭ মে এই মহড়া বা ‘মক ড্রিল’ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে তা ঠিক করা, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে, এই সব বিষয়গুলি নিয়েই এই মহড়া দেওয়া হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, জঙ্গি হামলার প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবেই এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরেই এবার কেন্দ্রের তরফে এই মহড়ার নির্দেশ দেওয়া হল।
রবিবার রাত ৯ টা নাগাদ ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট ড্রিল’ করেছে সেনাবাহিনী। এই ড্রিলের ব্যাপারে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা যেন ড্রিল চলাকালীন কোনও উজ্বল বস্তু বা দূর থেকে দেখা যায় এমন কোনও কিছু ব্যাবহার না করেন। সাধারণত যুদ্ধের সময় শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় এলাকা।